• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে কর্মশালা

  • Nov 20, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় ইউনিয়ন পর্যায়ে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে নাগরিক সমাজ সংগঠন এবং স্থানীদের সাথে যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় ডাসকো ফাউন্ডেশনে আয়োজনে ইউনিয়ন মিলনাতনে এই কর্মলালাটি অনুষ্ঠান হয়।

বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মানিক, ইউপি সচিব রাকিবুল ইসলাম, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বাক্কার, রামজীবনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলামসহ ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। এখানে সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হয় যে ইউনিয়নে কোন বাল্যবিবাহ হতে দেয়া যাবে না।