• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

  • Jan 16, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের চার দিনের অভিযানে চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেফতার করেছে।

পুলিশ অফিসার এসআই জাহিদ জানান, গত ১১ জানুয়ারি শুক্রবার পৌর এলাকার বটতলাহাট থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। অভিযোগের ভিত্তিতে ১৫ জানুয়ারি ভোর সাড়ে তিনটার দিকে শিবগঞ্জ থানার কিরনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ-সময় শিবগঞ্জ একবরপুর গ্রামের মৃত দানেশের ছেলে বিপ্লব (৩২) ও একই এলাকার মুসলিমের ছেলে ফরহাদ (২৭) কে গ্রেফতার করে পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত গোয়েন্দা বিভাগে নিয়ে আসা হয়।

এ-ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।