• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে মোহিত কুমার দাঁ স্মরণে শোকসভা

  • Oct 02, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মোহিত কুমার দাঁর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদল ভবনে জাতীয় সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সহ-সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন, জাতীয় সাহিত্য পরিষদ কেন্দ্রীয় শাখার সভাপতি সিরাজুল করিম, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া।

 

এ-সময় আরও বক্তব্য দেন,  মোহিত কুমার দাঁর সহধর্মিনী শিলা দাঁ, মনিম উদ দৌলা চৌধুরী, জাতীয় সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সম্পাদক সাইদুর রহমান, আজিজুর রহমান, মুক্ত মহাদলের প্রতিষ্ঠাতা মুসফিকুর রহমান, মোহাম্মদ শাহ আলম প্রমুখ। স্মরণ সভায় মোহিত কুমার দাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।