• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

  • Oct 09, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
মঙ্গলবার সকালে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় আয়োজিত এ কর্মশালার শেষ দিনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের চেয়ারম্যান মনিম উদ দৌলা চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে. এম ফজলুর রহমান।

৩ দিনের প্রশিক্ষণটি পরিচালনা করেন ইউনিট কর্মকতা মফিজুর রহমান নয়ন এবং কোর্স কো-অডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুর রাকিব। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রশিক্ষণে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩০ জন ছাত্রী অংশগ্রহণ করে।