• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতা মনিরুল হত্যায় ৯ জনের মৃত্যুদন্ড

  • Jun 20, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতা ও ব্যবসায়ী মনিরুল হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদন্ড, ২ লক্ষ টাকা অর্থদন্ড এবং ২জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় প্রদান করেন। ১২জন আসামীর উপস্থিতিতে এর রায় প্রদান করেন এবং বাকি ৩জন আসামী পলাতক রয়েছে।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মৃত আলী ঘোষের ছেলে মো. আখিরুল ইসলাম, একই এলাকার মৃত মামলত হোসেনের ছেলে মো. সিরাজুল ইসলাম মুন্সি, শিবগঞ্জ পৌর এলাকার চতুরপুর মহল্লার সেন্টু কাপড়িয়ার ছেলে তহুরুল ইসলাম টুটুল, নয়ালাভাঙ্গা ইউনিয়নের রশিকনগর গ্রামের আবদুল জাব্বারের ছেলে মো. আবদুল মালেক, রশিকনগর গ্রামের মৃত হোসেন মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম ওরফে সেন্টু, মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামের হাজী মনজুর হোসেনের ছেলে মো. সিরাজুল ইসলাম, একই ইউনিয়নের পারচৌকা রানিনগর গ্রামের আবদুর রশিদের ছেলে মো. মাসুদ রানা (পলাতক), কানসাট ইউনিয়নের চরভবানিপুর গ্রামের মো. কশিম উদ্দিনের ছেলে মো. শরিফুল ইসলাম, ছত্রাজিতপুর ইউনিয়নের কাঠালিপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আবদুস সালাম (পলাতক)।

যাবজ্জীবন প্রাপ্তরা হচ্ছে, রাজশাহী জেলার বেলেপুকুর গ্রামের মো. ইসমাইল হোসেন বাবুর স্ত্রী মোসা. পারুল বেগম (পলাতক), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের মৃত মোকবুল হোসেনের ছেলে মো. মাসুদ ওরফে লাল চাঁন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০১৪  সালের ২৪ অক্টোবর সোনামসজিদ স্থলবন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও স্থানীয় যুবলীগ নেতা মনিরুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে দাওয়াত খাবার নাম করে আসামীরা পরস্পর যোগসাজশ করে শিবগঞ্জ স্টেডিয়ামের কাছে তাকে গুলি করে হত্যা করে। পরে ওইদিন রাতেই পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় তখনকার সিএন্ডএফ অ্যসোসিয়েশনের নেতা আখিরুল ইসলাম. সিরাজুল ইসলাম মুন্সি, তহুরুল ইসলাম টুুটুলসহ ১৫ জনকে আসামী করে নিহত’র স্ত্রী রহিমা বেগম বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে, গত ২০১৫ সালের ১৫ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তৎকালিন মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মতিউর রহমান সিদ্দিকী।

সাক্ষ্য প্রমানাদি শেষে বৃহস্পতিবার দুপুরে বিচারক উক্ত রায়ে দন্ডিত করেন। তবে,এ মামলায় ৪জন আসামীকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। বেকসুর খালাসপ্রাপ্তরা হল- ওবাইদুর রহমান, সেলিম রেজা, সেনাউল ইসলাম, খাইরুল ইসলাম।