• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতার খাদ্যসামগ্রী বিতরণ

  • May 22, 2020

Share With

প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের শতাধিক কর্মহীন পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামানিক।

শুক্রবার সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে চাঁপাইনবাবগঞ্জ বক্ষব্যাধী ক্লিনিকে তিনি এসব বিতরণ করেন। পৌর এলাকার পিটিআই, মসজিদপাড়া, বালুবাগান, হাসপাতাল রোডের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া, কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন লেনিন প্রামানিক।

এসময় প্রত্যেককে চাল, আটা ও সেমাই দেয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণের আগে খাদ্যসামগ্রী নিতে আসা সকলের প্রতি সাবান দিয়ে ২০-২৫ সেকেন্ড ধরে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রেখে অবস্থা করা, অতিপ্রয়োজনীয় কারন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান লেনিন প্রামানিক।