• Monday, December 30, 2024

চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Feb 23, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জে  শহরের ডা. আ. আ. ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে বেলুন উড়িয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) সত্যব্রত সাহা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনওয়ার হোসেনসহ রাজশাহী বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক।

এর আগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহী বিভাগে কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।