চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ
- Sep 23, 2018
স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
রবিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এসএফএম খায়রুল আতাতুর্ক, রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান মনিম উদ দৌলা চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ সান্টু প্রমূখ ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণে ২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ জন করে শিক্ষার্থী ও রেডক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট সদস্যসহ ১৭ জন অংশগ্রহণ করছে। প্রশিক্ষক হিসেবে রয়েছেন ইউনিট লেভেল অফিসার মফিজুর রহমান নয়ন, চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট যুব প্রধান আব্দুর রাকিবসহ প্রশিক্ষণপ্রাপ্ত ৬ সদস্য। প্রশিক্ষণে বিভিন্ন দুর্ঘটনা মোকাবেলায় প্রাথমিকভাবে করণীয় সম্পর্কে হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।