• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইনসহ ১জন আটক

  • Jul 25, 2018

Share With

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ১’শ ৩ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে। আজ বুধবার ভোর রাতে এ অভিযান চালায় র‌্যাব সদস্যরা।
আটককৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পুকুরটুলি গ্রামের মৃত নাজিম উদ্দিন এর ছেলে মোঃ রুবেল আলী (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল বুধবার ভোর রাত সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পুকুরটুলি গ্রামের মাদক ব্যবসায়ী রুবেল আলীর বাড়ীতে অভিযান চালিয়ে বাথরুমের ফল্স ছাদ থেকে ১’শ ৩ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে হেরোইন ও ফেন্সিডিল ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ২ টি মাদক মামলা রয়েছে।
উল্লেখ্য যে, সে ইতোপূর্বে একবার ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে আটক হয়েছিল এবং সাজাও ভোগ করেছিল ।