• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২

  • Sep 15, 2018

Share With
স্টাফ রিপোর্টার :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের বালুটুঙ্গি এলাকা থেকে অস্ত্রসহ মো. শাহাদত হোসেন (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত যুবক ঝাউবোনা গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে।
র‌্যাবের পাঠানো ই-মেইল তেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প জানায়, অস্ত্র ব্যবসায়ী অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে এমন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অপারেশন দল দ্রুত শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে বালুটুঙ্গি এলাকায় অভিযান চালায়। অভিযানে চাইনার তৈরি ৭.৬৫ মি.মি. পিস্তল ১ টি, পিস্তলের ম্যাগাজিন ১ টি ও ১ রাউন্ড পিস্তলের গুলিসহ অস্ত্র ব্যবসায়ী মো. শাহাদত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
 
অপর দিকে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নস্থ চক হরিপুর গ্রামের পঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে কানসাট কলোনীর মো. সহিমুদ্দীনের ছেলে মো. রনি (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৮২ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়। এসময় একটি বাই সাইকেল জব্দ করা হয়।