• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দূর্গোৎসব উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত

  • Sep 30, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপুজা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহাবুব আলম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রণব কুমার পাল, বারোঘরিয়া বাইশ পুতুল দূর্গামন্দিরের সাধারন সম্পাদক মৃণাল কান্তি পাল, সাংবাদিক ডাবলূ কুমার ঘোষসহ বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিবৃন্দ।

সভায় জেলায় শারদীয় দূর্গাৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে সার্বিক নিরাপত্তার জন্য আনসার-ভিডিপি ছাড়াও তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বাহিনী নিয়োজিত থাকবে বলে জানান। সভায় মন্ডপগুলোর নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠনসহ দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহায়তা কামনা করেন।

এদিকে, এবার জেলার ৫টি উপজেলায় ১৩২টি পূজা মন্ডপে প্রতিমা শোভা পাবে।