• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার মান বাড়াতে সরকারের উদ্যোগ

  • Sep 24, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার মান বাড়াতে সরকার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরি লক্ষে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ে  ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করা হয়েছে।

সোমবার এ কাজের উদ্বোধন করেন আব্দুল ওদুদ এমপি। সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, তাজেবুর রহমান, মোজাম্মেল হক, চাঁপাইনবাবগঞ্জ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, মিনহাজসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে ফলোক উন্মোচন ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের ১২৭ টি ভবন ( কক্ষ) নির্মাণের টেন্ডার দেওয়া হবে।

এর আগে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এমপি ওদুদ একই রকম কাজের উদ্বোধন করেন।