• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

  • Sep 16, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো প্রকল্পের অধীন জেন্ডার এ্যাকশন প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে পৌরসভার বিভিন্ন বস্তি ও শিক্ষা প্রতিষ্ঠানে ৫’শ গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার দুুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে দরিদ্র নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।

এ-সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মো. আব্দুল বারেক, মইদুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর সিদ্দিকা সিরাজুম মুনিরা, নারী কাউন্সিলর মাজকুরা বেগম, পৌরসভার সচিব মো. মামুন অর রশিদ প্রমুখ।

পৌরসভার সচিব মো. মামুন অর রশিদ জানান, পৌরসভার নিজস্ব তহবিল থেকে বস্তির ৪০টি পরিবার, ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৫’শ ফলজ, বণজ ও ঔষধী গাছ বিতরণ করা হয়।