• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

  • Dec 06, 2018

Share With

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের পক্ষে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মির্জা শাহদাত হোসেন খুররম, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মঈন খাঁন, উপজেলা কৃষকলীগের সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান হিটল, পৌর কৃষকলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বজলার রশিদ সনুসহ অন্যরা।