• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

  • Jul 11, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে  শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. মাহবুবুর রহমান খান এ কথা জানান।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর হঠাৎ পাড়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন পটল (২৫) ও একই ইউনিয়নের দোভাগী গ্রামের আসাদুল ইসলামের ছেলে রয়েল (২৭)।

পটলের মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হলেও, রয়েলের মরদেহ ভারতের ভূ-খণ্ডে পড়ে আছে বলে জানান স্থানীয়রা।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান জানান, ‘বুধবার রাতে রয়েল ও পটলসহ আরও কয়েক জনের একটি দল আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৬’র সাব পিলার ৫ দিয়ে ভারতে গরু আনতে যায়। বৃহস্পতিবার ভোর রাতের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতের নূরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রয়েল ও পটল মারা যান ।