• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮০০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

  • Aug 03, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকা থেকে ৮০০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার বিকেলে শিবগঞ্জের তেলকুপি এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মো. শাহজাহান আলী (৩৮) কে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আনিসুর রহমান খান জানান, শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার তেলকুপিতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৮০০ বোতল ফেন্সিডিলসহ তেলকুপি খাবারটোলা গ্রামের মৃত কয়েস উদ্দিনের ছেলে মো. শাহজাহান আলীকে (৩৮) আটক করা হয়।

পরিদর্শক রায়হান আহমেদ খানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করেন।