• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় ইউপি সদস্যসহ ৪ জন আটক

  • Apr 20, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুর ইউনিয়নে তৃতীয় শ্রেণীর শিশু-শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা ও স্থানীয়ভাবে মীমাংসা করে ঘটনার ধামাচাপা দেয়ায় অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ধর্ষণের চেষ্টাকারী ও দুই ইউপি সদস্যও রয়েছেন। শুক্রবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তেররশিয়া গ্রামের আব্দুস সালাম (৩০), ইসলামপুর ইউপির ১ ও ২ নম্বার ওয়ার্ডের সদস্য তুফানী আলী (৪৬) ও রেজাউল হক (৪৫) এবং গ্রাম্য মাতাব্বর নাসির উদ্দীন (৩৫)।

গোয়েন্দা পুলিশের ওসি বাবুল উদ্দীন সরদার জানান, ১৮ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নয়রশিয়ার একটি পাটক্ষেতে আব্দুস সালাম তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে। তবে শিক্ষার্থীর চিৎকারে পালিয়ে যায় সে। পরে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করে দেয়া হয়। ওই মীমাংসার সঙ্গে যুক্ত ছিলেন, তুফানী আলী, রেজাউল হক, নাসির উদ্দীন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।