• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে শেষ হল এসএমই পণ্য মেলা

  • Feb 19, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়ামে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা সোমবার শেষ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলায় দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সমাপনী অনুষ্ঠান উপলক্ষে সোমবার বিকেলে স্টেডিয়াম চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিসিক চাঁপাইনবাবগঞ্জ জেলার এজিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এজেডএম নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য সংগীত শিল্পী ও শিক্ষাবিদ প্রফেসর ইফফাত আরা নার্গিস, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দাউদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমি ।

আলোচনা শেষে মেলায় অংশগ্রহণকারী ৫২টি স্টলের মধ্যে প্রথম স্থান অধিকার করেন, ঐতিহ্যবাহী কাঁসা পিতলের দোকান মেসার্স মধুমতি বাসুনালয়, দ্বিতীয় স্থান অধিকার করে চাঁপাই আম বাজার ও তৃতীয় স্থান অধিকার করে মীম নকসী ঘর। বিজয়ীদের ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।