• Sunday, February 23, 2025

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

  • Feb 11, 2025

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যাটারে চালিত  অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষ রিয়াদ চৌধুরী  (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি ঝিল্লি পাড়া মোড়ে এই দূর্ঘটনা ঘটে।

এছাড়াও গতকাল সোমবার বিকালে একই সড়কে ট্রাক চাপায় মোশারফ হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত রিয়াদ নীলফামারী জেলার মধুপুর গ্রামের রতন চৌধুরীর ছেলে। সে চাঁপাইনবাবগঞ্জ ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির এসএসসি পরীক্ষার্থী ছিলো।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে রিয়াদ মোটরসাইকেলে করে কোচিং সেন্টারে যায় পথে ঝিল্লি পাড়া মোড়ে অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে রিয়াদ ঘটনাস্থল মারা যায়। নিহতের বাবা  চাঁপাইনবাবগঞ্জে মহারাজপুর পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত। এ ঘটনায় আইনগত  ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহারাজপুর সাব-জোনাল আফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) শেখর চন্দ্র সাহা বলেন, আমাদের অফিসের লাইন টেকনিশিয়ান রতন চৌধুরীর ছেলে রিয়াদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি এবার এসএসসি পরিক্ষার্থী ছিলেন।