• Sunday, April 27, 2025

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসীদের জায়গা হবে না: সুধী সমাবেশে রাজশাহী রেঞ্জ ডিআইজি

  • Apr 26, 2025

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসীদের জায়গা হবে না। আপনাদের এখানে (চাঁপাইনবাবগঞ্জে) যেসব সন্ত্রাসীরা রয়েছে, তাদের আশ্রয়-প্রশয় দিয়েন না। আপনারা যদি আপনাদের সমর্থন প্রত্যাহার করেন, তাহলে এই মাটিতে সন্ত্রাসীদের জায়গা হবে না। আমরা চাই, এখানে উপস্থিত সব দলের সমর্থন ও সহযোগিতা। এরই মধ্যে আপনারা সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেটা অটুট রাখেন। দেখেন আমরা কি করি।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে শহরের শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্তে ‘সুধী সমাবেশ’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, আপনারা বলেন, পুলিশ জনগণের বন্ধু। কিন্তু আমি বলব, পুলিশ ভালো মানুষের বন্ধু। আর অপরাধী ও সন্ত্রাসীদের জম। তিনি বলেন— আইনের শাসন প্রতিষ্ঠা হলে সমাজে শান্তি আসবে। সর্বোপরি সমাজে শান্তি আসলে রাষ্ট্রে শান্তি আসবে। আমরা চাই নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে। যে সমাজে সকল অংশীজনের সহযোগিতায় মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় মানবাধিকার নিশ্চিত হবে এবং অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনে সহায়তা করবে। এটাই হচ্ছে আমাদের (পুলিশের) কাজ। আমরা চাই পেশাদার পুলিশ। সেই লক্ষে আমরা কাজ করছি।

আসামি গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন— আপনারাই বলছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশ তুলে নিয়ে গেছে। এখন যদি আবার আমরা সেই কাজটি করি, তাহলে আগের পুলিশের থেকে আমাদের পার্থক্য থাকবে কি? তাই আমরা কিছু প্রসিডিওর মেনে কাজ করার চেষ্টা করছি। আসেন না, আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন কী করতে পারি।

মোহাম্মদ শাহজাহান বলেন— প্রতিটি নাগরিকের সাংবিধানিক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করা হয়, তাহলে সমাজ থেকে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমরা তা মানতে চাই না। আইন না মানার যে সংস্কৃতি তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন— আমরা কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরি। তারপর বড়ভাইয়ের ফোন আসে, তারপর আরো বড়ভাইয়ের ফোন আসে। কাজেই তারা ছাড়া পেয়ে যায়। তবে আপনারা পুলিশকে সহযোগিতা করলে আমি কথা দিচ্ছি— এখন থেকে আর কোনো কিশোর গ্যাং মাথাচাড়া দিতে পারবে না। মাদককারবারী, সন্ত্রাসী, কিশোর গ্যাংসহ সকল প্রকার অপরাধ দমনে পুলিশকে সহযোগিতার অনুরোধ জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সুধীজনদের মধ্যে বক্তব্য দেন— জেলা জজ কোটের পিপি এড. আবদুল ওদুদ, জেলা জামায়াতের আমির মো. আবুজার গিফারী, নায়েবে আমির সাবেক এমপি মো. লতিফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেশুর রহমান, সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ইসমাইল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল হক বুলু বিশ্বাস, বিএনপি নেতা রফিকুল ইসলাম বুলবুল, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, সাব্বির আহমেদ, মোত্তাসিন বিশ্বাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জিসহ অন্যরা।

অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।