• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত সুধী সমাবেশ

  • Nov 13, 2018

Share With

স্টাফ রিপোর্টার: বাঙালির হাজার বছরের সম্প্রীতির ঐতিহ্য সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে, সম্প্রীতি বাংলাদেশ এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. আবুল কাশেম।

রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবীরুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাও, সাংস্কৃতিক কর্মী মনিম-উদ-দৌলা চৌধুরী, হেফজুল উল উলুম আলিয়া মাদ্রসার অধ্যক্ষ ড. মো. ইমরান হোসেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা মহারাজ শ্যাম কিশোর গোস্বামী, আদিবাসী নেতা হিংগু মুর্মু, ছাত্রনেতা ডা. সাইফ জামান আনন্দ।

সমাবেশে প্রধান আলোচক সম্প্রীতি বাংলাদেশ এর আহ্বায়ক বিশিষ্ট নাট্যকার পীযুষ বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, বিভেদ সংঘাত ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সম্প্রীতির পথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সংকল্পবদ্ধ হতে হবে। এদেশ সম্প্রীতির দেশ। যেখানে থাকবে না সাম্প্রদায়িক হানাহানি, থাকবে না জঙ্গীবাদের থাবা।