• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিং 

  • Oct 15, 2018

Share With

স্টাফ রিপোর্টার: সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিং জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করণের লক্ষে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিআরডিবি মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিস এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। জেলা তথ্য অফিসার মো.ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ প্রধান অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম।