চাঁপাইনবাবগঞ্জে ৭টি গরুসহ ৩ ডাকাত আটক
- Feb 27, 2025

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের এখলাসপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এছাড়াও চুরি হওয়া সাতটি গরু এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যান ও সিএনজি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ।
আটককৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার একলাসপুর গ্রামের কসিমুদ্দিনের ছেলে কানু (৪৫), শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের সাজেমানের ছেলে শরিফুল (২৩) ও একই ইউনিয়নের ধোবড়া গ্রামের ইয়াসিনের ছেলে রাকিব (২৪)।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, কানুর নেতৃত্বে ডাকাতরা বিভিন্ন রাস্তায় সড়ক অবরোধ করে ও বাসাবাড়িতে ডাকাতির সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কানুর বাড়ি ঘেরাও করে ওই তিন ডাকাতসহ মালামাল জব্দ করে। আটককৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, বুধবার আটককৃতদের আদালতে হাজির করা হবে। এছাড়াও তাদের দেয়া তথ্য অনুযায়ী, ডাকাতির সাথে জড়িত অন্যদের আটক করা হবে বলেও জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।