• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  • Nov 24, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। লীড ব্যাংক পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা ও সেবা কর্মসূচী পরিচালনা বিষয়ক স্কুল ব্যাংকিং কনফারেন্সটি শনিবার চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব চত্বরে এ কনফারেন্সের ফিতা কেটে ও বেলুন উঁড়িয়ে উদ্বোধন করেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ও লীড ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উদ্যোগে টাউন ক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক মো. খাজামুদ্দিন তালুকদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংক ঢাকা প্রধান কার্যালয়ের উপ-পরিচালক জয়নাল আবেদীন, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক নূরুন নাহার, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল মালেক প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চাঁপাইনবাবগঞ্জের জোনাল ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ সালাহ উদ্দিন গাজী। এর আগে বিভিন্ন তফসিলী ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা ঘুওে অনুষ্ঠানে এসে মিলিত হয়।