• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • Jan 10, 2019

Share With

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে  চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী।

সভায় স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।