• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

  • Aug 08, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৭ জন ভোটারের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেয়ার মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.মাহমুদুল হাসান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু হায়াত মো.রহমতুল্লাহ,জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, পৌর মেয়র নজরুল ইসলাম, উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। বক্তারা জানান, স্মার্ট জাতীয় পরিচয়পত্র আগামীতে সব ধরণের কাজে ব্যবহার করা হবে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বৃহস্পতিবার হতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু হবে।