চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন
- Jul 07, 2025

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (৭ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ির মো. মোস্তফা (৬৫), তার ছেলে নয়ন আলী (৪২) ও মিলন আলী (২৪)।
যাবজ্জীবন ছাড়াও তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড; অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আইনজীবী আবদুল ওদুদ বলেন, ২০২১ সালের ২ জুন পূর্ব শত্রুতার জের ধরে কয়লাবাড়ি গ্রামে আসামিরা ৭৫ বয়সি বৃদ্ধ মাইনুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে ও দেশীয় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।
ঘটনার চার দিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইনুল।
এ ঘটনায় নিহতের ছেলে মাইনুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই বরুন সরকার একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন।