চাঁপাইনবাবগঞ্জে হরিপুর গার্লস স্কুলের সুবর্ণ জয়ন্তী উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী
- Jan 11, 2020
চাঁপাইবাবগঞ্জ শহরের হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
১১ জানুয়ারি শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ২ দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (এমপি)।
৫০ বছর পুর্তি আয়োজক কমিটির আয়োজনে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বিপিএম পিপিএম (বার), আওয়ামী লীগ নেতা মেসবাহুল শাকের জ্যোতি, স্বাচিপ জেলা সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম প্রমুখ।
হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সাঈদা আখতার জাহান ও আব্দুর রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, অত্র বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। শেষে জনপ্রিয় গম্ভীরা গান পরিবেশন করা হয়।
সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটি আগামীকাল বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে বলে জানান আয়োজক কমিটি।