• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে হাকিমপুর বাঁধের প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করলেন মহিলা এমপি জেসী

  • May 06, 2019

Share With

পদ্মা নদীর ভাঙন রোধকল্পে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর বাঁধের জরুরি প্রতিরক্ষামূলক কাজের শুভ উদ্বোধন করলেন চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।

সোমবার সকালে সদর উপজেলার শাহবাজপুরের হাকিমপুরে জরুরিভিত্তিতে ৯০০০ বালুর বস্তা ফেলে এ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি।পরবর্তীতে আরও বালুর বস্তা এবং স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেন ফেরদৌসী ইসলাম জেসী (জনপ্রশাসন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পকির্ত  স্থায়ী সংসদীয় কমিটির সদস্য) এমপি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শাহিদুল আলম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, নারায়ানপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দীন, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান টিপু , শাজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, আওয়ামীলীগ নেতা মেসবাহুল সাকের জ্যোতি, মেসবাহুল জাকের জঙ্গি, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান তোতা, শাখাওয়াত হোসেন শওকতসহ ইউনিয়নের হাজারো মানুষ।