• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে হাত-পা বাধা অবস্থায় নারীর লাশ উদ্ধার

  • Jan 13, 2019

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কালেক্টর চত্তর এলাকার একটি আম বাগান থেকে মৌসুমী খাতুন নামে এক নারীর হাত-পা বাধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। মৃত নারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহির গ্রামের আজিজুর রহমানের মেয়ে মৌসুমী (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত গোলাম কবির জানান, শহরের কালেক্টর চত্তর এলাকার একটি আম বাগানে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, সন্ধ্যার পর কোর্ট বাগান, কালেক্টরেট এলাকা, বিশ্বরোড, অক্ট্রয় মোড় এলাকাতে সন্ধ্যার পর মৌসুমি দেহ ব্যবসার সাথেও জড়িত ছিল।