• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে ১১ মামলার আসামীসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

  • Sep 08, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১১ মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ২৭ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রীস আলী এ প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার ও শুক্রবার এ দুদিনে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ২৭ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, তাঁর নেতৃত্বে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। যার ভেতর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীও রয়েছে।

আটককৃতরা হচ্ছে, মসজিদ পাড়ার রজব আলীর ছেলে রাজিবুল ইসলাম (২৮), আলী নগর রেল পাড়ার আব্বাস আলীর ছেলে ইলিয়াস আলী (৪২), আলী নগর ভূত পুকুরের আলী আকবরের ছেলে আহসানুল হক (২০), একই এলাকার মৃত তফুর উদ্দীনের ছেলে কাদির (২৭), ইয়াসির আরাফাত শাহীন (২৫), শংকরবাটী তেলু মন্ডলের পাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে হাসান আলী (৩৭), আমনুরা রেল বাজারের গাজীর ছেলে সজল আলী (২০), একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে গাজী (৪৩), জোড় বাগান এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে লালচান আশা (৩০), চাঁদলাই জোড় বাগানের মুনসুর আলীর ছেলে নয়ন (৩১)।

ওসি ইদ্রিস আলী আরও জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।