• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে ৩ টি দোকান আগুনে পুড়ে ছাই

  • Sep 08, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে গত শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে ৩ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিক ফয়সাল জানান, শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্লাস্টিক, মাইক ও ইলেক্ট্রনিক্স সামগ্রী থাকায় আগুন দ্রুতবেগে ৩ টি দোকানে ছড়িয়ে পড়ে।

 

তিনি জানান, আমার দোকানে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে ডেকোরেটর সামগ্রী, আরোকসজ্জ্বার বাতি, বৈদুতিক তারসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানা গেছে, দোকানের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ-ঘটনায় দোকানের মালিক সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন।