• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে ৫৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফ্তার ৪

  • Jul 12, 2019

Share With
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫৫৫০ পিস ইয়াবাসহ চার জনকে গ্রেফ্তার করা হয়েছে।
আটককৃতরা সদর উপজেলার চরমহনপুর মধ্যপাড়ার মো. গনি চৌধুরীর ছেলে মো. মনিরুল ইসলাম (৩৮), একই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে মো. আমিনুল ইসলাম (৪৫), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বসন্তপুর তেৎপাড়া মহল্লার মো. নজরুল ইসলামের ছেলে মো. সজিব ওরফে হাসান (২৮) এবং শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর এলাকার মো. শরীফের ছেলে মো. শাহিন ওরফে চান্দু (২৫)।
র‌্যাব জানায়, শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শান্তিমোড় সংলগ্ন মৃধাপাড়ায় এক মাদক বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে ৩৯৫০ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আটককৃতদের নামে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হবে বলেও জানা গেছে।
অপরদিকে, শুক্রবার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার মহদীপুর ঈদগাহর কাছ থেকে ১৬০০ পিসে ইয়াবাসহ একজনকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।