• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে ৭ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

  • Dec 09, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জে ৭ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি আসনে বিএনপির বিকল্পপ্রার্থীসহ সাতজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

মনোনয়নপত্র প্রত্যহারকারীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির বিকল্পপ্রার্থী বেলাল-ই-বাকী ইদ্রিশী ও বিএনপি বিদ্রোহী সৈয়দ শাহীন শওকত, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে কৃষক শ্রমিক জনতালীগের দুই প্রার্থী নুরুল ইসলাম সেন্টু ও ফেরদৌস আলম এবং জাসদের হিলাল-ই-আজম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির বিকল্পপ্রার্থী আব্দুল ওয়াহেদ ও জাসদের প্রার্থী মনিরুজ্জামান মনির।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ- ১ আসনে আওয়ামী লীগের ডা. সামিল উদ্দিন শিমুল, বিএনপির অধ্যাপক শাহজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম, বিএনএফের নুরুল ইসলাম জেন্টু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মু. জিয়াউর রহমান, বিএনপির আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের আব্দুল ওদুদ, বিএনপির হারুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কাদের, বিএনএফের কামরুজ্জামান খাঁন, জাকের পার্টির বাবুল হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।