• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে ৮ কোটি টাকার মাদক ধ্বংস

  • Mar 06, 2019

Share With

‘মাদককে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিভিন্ন সময় আটক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া বাজার মাঠে আনুষ্ঠানিকভাবে এ মাদক ধ্বংস করা হয়। এ সময় ৫৩ বিজিবি ও ৫৯ বিজিবি’র আটক করা প্রায় ৮ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করা হয়।

এসব মাদকদ্রব্যের মধ্যে ছিল ফেনসিডিল, বিদেশি মদ, হেরোইন, দেশি মদ, ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন নেশাজাতীয় ইঞ্জেকশন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার ও ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহউদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুরাদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান বলেন, ‘মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ অভিযান এবং সীমান্তে টহল জোরদার করায় চোরাচালান অনেক কমে গেছে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখা হবে। অপারেশন কার্যক্রম বাড়ানো হবে।’