চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এর নির্বাচনে আবারও ওয়াহেদ প্যানেল বিজয়ী
- Nov 24, 2024
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষে আবারও বিজয়ী হয়েছে বর্তমান সভাপতি আবদুল ওয়াহেদ নেতৃত্বাধীন প্যানেল।
নির্বাচনে এই প্যানেল থেকে সাধারণ সদস্য পদে ১২ জন জয়ী হয়েছেন। অন্যদিকে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা নির্বাচিত হয়েছেন।
শনিবার চেম্বার ভবনে সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান অ্যাডভোকেট সোলাইমান বিশু।
নির্বাচনে জেলা চেম্বারের বর্তমান সভাপতি আবদুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন: মো. আবদুল ওয়াহেদ (৭৯১), মো.খাইরুল ইসলাম (৬৫২), মো.আখতারুল ইসলাম রিমন (৭২৫), মো.মফিজ উদ্দিন (৬৯০),মো. আব্দুল আওয়াল (৬৬১),মো. সৈবুর রহমান (৬৩০), মো.দেলোয়ার হোসেন (৫৯৬),মো.নূর আমিন (৬০৫), মো. আরিফ উদ্দিন ইতি (৬২৭),মো.নাজিবুর রহমান (৬৬৮),মো. আব্দুল বারেক (৬৩২), মো. মনিরুল ইসলাম (৫৯৭)।
অন্যদিকে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা ৬২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহযোগী সদস্য পদে আবদুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন,তারা হলেন: মো. শুকুরুদ্দিন (১০৮), মো. বাহারাম আলী (১১৪), মো. উজায়ের হোসেন (১২৩), মো. মিলায়েতুল কোরাইশি (১১২) ও মো. শহিদুল ইসলাম (১০৩)। সাধারণ গ্রুপে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৭৬ জন ও সহযোগী গ্রুপে ১৭৮ জন। চেম্বার ভবনের তৃতীয় তলায় বিভিন্ন বুথে আইনজীবীরা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে ভোটারদের ভোট গ্রহণ করেছেন।
নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান অ্যাডভোকেট সোলাইমান বিশুসহ অন্যরা ভোট মনিটরিং করেছেন। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব পালন করতে দেখা যায়। এছাড়া বুথসহ চেম্বার ভবনের আশপাশে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।