• Monday, December 30, 2024

চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সাথে ইঞ্জি.মাহতাবের মতবিনিময়

  • Nov 07, 2018

Share With

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা- সিজেএফডি’র সদস্যদের সাথে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিব্গঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে ঢাকায় রমনার ইন্জিনিয়ার্স ইন্সিটিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকাস্থ জার্নালিস্ট ফোরামের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আনোয়ার হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, জেলা সমিতির সহ-সভাপতি কামরুজ্জামান, ডা. খোশরোজ সামাদ, কেয়া মাহতাবসহ ঢাকায় বসবাসরত সুশিল-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং ঢাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্থনীতিক, সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নে সকলে মিলে এক সাথে কাজ করার কথা বলেন ইন্জিনিয়ার মাহতাব উদ্দিন। তিনি বলেন, যোগ্য নেতৃত্বের মাধ্যমে জেলার কৃষি, আম, শিল্প, পর্যটন শিল্প প্রভৃতি বিষয়ের উন্নয়ন সম্ভব। দীর্ঘদিন ধরে তিনি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মনোনয়ন পেলে এসবের ব্যাপক উন্নয়ন-প্রসার ঘটাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এজন্য সাংবাদিকসহ সকল শ্রেণী-পেশার মানুষদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।