• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩ টি আসনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • Nov 28, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জে চাঙ্গা হয়ে উঠেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ অন্যান্য দলের নেতা-কর্মী ও সমর্থকরা। চাঁপাইনবাবগঞ্জ-১ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত না হলেও কমতি নেই আনন্দের। অপর দিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আনন্দ মুখোর পরিবেশে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের প্রার্থীরা।

দেখা গেছে, নিজনিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসাদের নিকট মনোনয়নপত্র দাখিল করতে আসেন। গত মঙ্গলবারও দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। এর আগে করেন একজন। নির্বাচন কমিশন ঘোষিত তপসিল অনুযায়ি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বুধবার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের নিকট মনোনয়নপত্রটি দাখিল করেন। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা সামিউল হক লিটন, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, স্বাচিপ নেতা ডা. গোলাম রাব্বানী।

এর শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয় চত্বরে দোয়া করা হয়। এ সময় আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের নিকট তিনি মনোনয়নপত্রটি দাখিল করেন। এ-সময় বিএনপির সাবেক এমপি (সংরক্ষিত) অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম ও সাধারণ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট রবিউল হক দোলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন। এর আগে পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে তিনি কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩, (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াহেদ মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের নিকট তিনি মনোনয়নপত্রটি দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন-গোলাম মোস্তফা মন্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবাইদুল ইসলাম ওবাইয়েদ পাঠান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু।

অপর দিকে সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনের নিকট স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল। এ ছাড়া বাবলু হোসেন (জাকের পার্টি), আব্দুল কাদের (ইসলামী ঐক্যজোট), কামরাজ্জামান খান (বিএনএফ) থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১০ জন
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রাণ কেন্দ্র গোমস্তাপুরে ৮জন, নাচোলে একজন ও চাঁপাইনবাবগঞ্জে একজনসহ মোট ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বুধবার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ জেড এম নুরুল হকের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন খুরশিদ আলম বাচ্চু (আওয়ামী লীগ) সহকারী রিটার্নিং অফিসার ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের নিকট আওয়ামী লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান ও বর্তমান সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস (আওয়ামী লীগ, জামায়াত নেতা ইয়াহহিয়া খালেদ (স্বতন্ত্র), নূরুল ইসলাম সেন্টু (কৃষক শ্রমিক জনতা লীগ), তাঁর ছেলে মো. ফেরদৌস ইসলাম (কৃষক শ্রমিক জনতা লীগ), মু. ইব্রাহিম খলিল (ইসলামী আন্দোন বাংলাদেশ), মো. তৈয়ব আলী (স্বতন্ত্র), মো. আমিনুল ইসলাম (বিএনপি), হেলাল-ই-আজম (জাসদ তারা)।

শিবগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৭ জনের মনোনয়নপত্র দাখিল
চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৭ জন। বুধবার সকালে উপজেলা রিটার্নিং অফিসার ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরি রওশন ইসলামের নিকট চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ-সময় বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মাহ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা (বিএনপি) বিকেলে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সাথে ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আফতাব উদ্দিন পচা বিশ্বাস, জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক আলম, যুগ্ন সম্পাদক সাইদুর রহমান, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোসিকুল ইসলাম, উপজেলা যুবদল সভাপতি আলী আহম্মেদ বাবু, পৌর যুবদল সাধারণ সম্পাদক আবুল বাসার, নয়ালাভাঙা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশরাফুল ইসলাম, শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম, জেলা বিএনপি কার্যনির্বাহী সদস্য বারিউল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান সুমন, উপজেলা ছাত্রদল যুগ্ন সাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুষারসহ অন্যরা।

এর আগে বিএনপির অপর প্রার্থী বেলালী-ই-বাকী ইদ্রিসী ও সৈয়দ শাহীন শওকত (বিএনপি)সহ স্বতন্ত প্রার্থী হিসেবে শামসুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রর্থী মনিরুল ইসলাম মনিউর, বিএন এফ থেকে নুরুল ইসলাম জেন্টু তাদের মনোনয়নপত্র জমা দেন। এ নিয়ে আসন্ন সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) থেকে মোট ৭ জন প্রার্থী বুধবার পর্যন্ত তাদের মনোনয়নপত্র জমা দিলেন।

উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী ২ ডিসেম্বর রবিবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর রবিবার এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর রবিবার।