• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ জেলার ১টিতে নৌকা, ২টিতে ধানের শীষ বিজয়ী

  • Dec 31, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি আসনের (৪৩,৪৪ও ৪৫) ২টিতে বিএনপি প্রার্থীরা ও ১টিতে আ’লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। রোববার (৩০’ডিসেম্বর) রাত ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থাপিত ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্রে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এজেডএম নূরুল হক প্রাথমিক বেসরকারী ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলানুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ১৫৪ টি কেন্দ্রের ১৫০টি কেন্দ্রে ১,৮০,০৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আ’লীগ প্রার্থী ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল।তাঁর নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির মো.শাহজাহান মিঞা পেয়েছেন ১,৬৩,৬৫০। ভোট ব্যবধান ১৬,৪২৮। ৪টি কেন্দ্র স্থগিত থাকলেও তা ফলাফল নির্ধারণে প্রভাব ফেলেনি।

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট,গোমস্তাপুর ও নাচোল) আসনে বিএনপির মো.আমিনুল ইসলাম সবগুলি (১৫৯) কেন্দ্রে ১,৭৫,৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগের মুহ.জিয়াউর রহমান পেয়েছেন ১,৩৯,৯৫২ ভোট। ভোট ব্যবধান ৩৫,৫১৪।

চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে বিএনপির মো.হারুনুর রশীদ সবগুলি (১৫০) কেন্দ্রে ১,৩৩,৬৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগের মো.আব্দুল ওদুদ পেয়েছেন ৮৫,৯৩৮ ভোট। ব্যবধান ৪৭,৭২৩ ভোট।

এই আসনে স্বতন্ত্র (জামায়াত) প্রার্থী মো.নুরুল ইসলাম পেয়েছেন ৫৯,৫১৭ ভোট।