• Thursday, November 21, 2024

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন একাধিক সম্ভাব্য প্রার্থী

  • Nov 10, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ-১-২-৩ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন জমা দিয়েছেন একাধিক প্রার্থী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ৯ নভেম্বর থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রয় শুরু হয়েছে। গত ২ দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে দলটির ডজনাধিক প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং জমাও দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ঘনিষ্টজনরা জানান, ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করে তা পুরণ করার পর জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, চিকিৎসক নেতা ডা. গোলাম রাব্বানী, সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ি সামিউল হক লিটন, আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান বেঞ্জু। 

অপর দিকে ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হক, বর্তমান সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য সাবেক ছাত্র নেতা ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল।

অন্যদিকে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোহা. গোলাম মোস্তফা বিশ্বাস এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক এমপি মুহাম্মদ জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আশরাফুল হক চুনু, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, আওয়ামী লীগ নেতা আফসার আলী, কেন্দ্রীয় যুব লীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম, সহ সম্পাদক সৈকত জোয়ার্দ্দার, ড. অজিত দাস। তারা ইতোমধ্যে ফরম পুরণ করে কেন্দ্রীয় কমিটির নির্বাচনী বোর্ডে জামা দিয়েছেন। তাদের মধ্যে অনেকেই ফরম পুরণের পর জমা দিয়েছেন।


উল্লেখ্য, গত ৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ি মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত, বাছাই হবে ২২ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর এবং আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।