চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪ পৌরসভায় কর্মবিরতি
- Jul 02, 2019
চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতাসহ পেনশনের দাবিতে আজও কর্মবিরতি পালন করছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে নবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের সামনে প্রেসক্লাব মোড়ে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের জেলা সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, সচিব মানুম অর-রশিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর ইউনিটের সভাপতি ইমরান হোসেইন, সাধারণ সম্পাদক এনামুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবিব, বস্তি উন্নয়ন কর্মকর্তা নাইমুল হক, স্বাস্থ্য পরিদর্শক জহির উদ্দিন, শিবগঞ্জ পৌর ইউনিটের সভাপতি সচিব মোবারক হোসেন, সেক্রেটারী আব্দুল বাতেন, রহনপুর পৌর ইউনিটের সভাপতি ইসমাইল হোসেন, নাচোল পৌর ইউনিটের সভাপতি শাহনেওয়াজ কবির মিলন প্রমুখ।
বক্তাগণ সরকারি কোষাগার হতে বেতন-ভাতাসহ পেনশন সুবিধাদি দেয়ার দাবি জানান।
উল্লেখ্য, গতকাল সোমবার থেকে কর্মবিরতি চলছে। আগামীকাল বুধবার থেকে কার্যক্রম শুরু হবে। এদিকে জেলার চারটি পৌরসভায় কর্মবিরতি চলার কারণে হাজার হাজার মানুষ পৌর সেবা থেকে বঞ্চিত হচ্ছে।