• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস

  • Jun 16, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম পর্যায়ে আগামী ২২ জুন জেলার ৫টি উপজেলা ও পৌরসভার ১২০১টি কেন্দ্র সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ কার্যক্রম চালানো হবে।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে রবিবার সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্কের সভাপত্বিতে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুষ্টি বিষয়ক সমন্বয়কারী ডা.জাকির হোসের, ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম জীবন, স্বাস্থ্য ও শিক্ষা কমকর্তা শামসুন নাহার প্রমুখ।

মতবিনিময় সভায় সিভিল সার্জন বলেন, শিশুর জন্য ভিটামিন এ খুবই গুরত্বপূর্ণ। কোন শিশু যাতে ভিটামিন খাওয়ানোর এ কার্যক্রম থেকে বাদ না পড়ে। এ ব্যাপারে জেলার সকল গণমাধ্যমের কাছে আমরা সহযোগিতা চাই।