• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

  • May 19, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রোববার দুপুরে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্প্রতি ঘটে যাওয়া টোল আদায় ও গম সংগ্রহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ হারুনুর রশীদ, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, আঞ্চলিক উদ্যাণতত্ত্ব গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।

সভায় ধানচাল ক্রয়, আম ও জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সম্প্রতি টোল আদায় ও খাদ্য গুদামের গম সংগ্রহ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জনগণের স্বার্থে টোল আদায় বন্ধের জন্য ব্যবস্থা নেয়া এবং প্রকৃত কৃষকদের কাছ থেকে ভাল গম কেনার অনুরোধ জানান।