• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক সমিতির ৫ শিক্ষককে ২৭ লক্ষ টাকার চেক হস্তান্তর

  • Dec 22, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক সমিতির (নজেকসিস) প্রয়াত ৫ শিক্ষকের পরিবারের নমিনীদের হাতে ২৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকালে শাহনেয়ামতুল্লাহ কলেজের অডিটোরিয়ামে চেক হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।নজেকসিস এর সভাপতি ও শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে চেকগুলো হস্তান্তর করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান।

নজেকসিস এর সাধারণ সম্পাদক ও আলাবক্স মেমেরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আতাউর রহমানের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সজেকসিসের সহ-সভাপতি ও সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকীসহ জেলার বিভিন্ন কলেজর অধ্যক্ষগণ।

অনুষ্ঠানে আমনুরা হযরত বুলন্দ শাহ কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক প্রয়াত ওসমান গনির নমিনী আসমাউল হুসনে আরাকে ৫ লাখ ৭৪ হাজার ৮১৫টাকা, শাহনেয়ামতুল্লাহ কলেজের অফিস সহকারী প্রয়াত আব্দুল আওয়ালের নমিনী আলম আরা খাতুনকে ৪ লাখ ৯৭ হাজার ৯১টাকা, মহারাজপুর এসমা খাতুন কলেজের নৈশ প্রহরী প্রয়াত বিশারত আলীর নমিনী জলি খাতুনকে ৫ লাখ ১৫ হাজার ৬৯৯ টাকা, বিনোদপুর ডিগ্রী কলেজের ভূগোলের প্রদর্শক প্রয়াত আব্দুর রহিমের নমিনী রোমেনা খাতুনকে ৬ লাখ ৩ হাজার ৭০৫টাকা ও রহনপুর মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক প্রয়াত আজকারুল ইসলামের নমিনী নায়েমা খাতুনকে ৫ লাখ ৬৬ হাজার ৮০০টাকার চেক হস্তান্তর করা হয়।