• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ‘সাঁতার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান’

  • Jan 07, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ-২০১৯ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের ডা. আ, আ,ম মেসবাহুল হক বাচ্চু ষ্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. আকতারুজ্জামান রেজা তালুকদার রুমি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. তৌফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ সাঁতার প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।