• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের নারী নির্যাতন-সহিংসতা বিরোধী মানববন্ধন

  • May 14, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের (জাতীয় সমাজতান্ত্রিক দল) নারী নির্যাতন-সহিংসতা বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং এসব জঘন্য অপরাধের দ্রুত বিচারের দাবি জানোনো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মজিদ, ছাত্রলীগ নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি তসিকুল রেজা খান প্রমুখ।