• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা

  • Sep 17, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির নির্বাচন বাতিল ও নির্বাচিতদের দায়িত্ব গ্রহণের উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা দয়ের করা হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত একটি প্যানেলের সভাপতি প্রার্থী ইকবাল হোসেন বাদী হয়ে সোমবার মামলাটি দাখিল করেন। বাদীর আইনজীবী মোসাদ্দেক হোসেন কাজল জানান, বাদী তার আরজিতে অভিযোগ করেছেন, গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে অবৈধ ভোটাররা ভোট দিয়েছেন।

এ জন্য ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আরজিতে নির্বাচন ও নির্বাচিতরা যাতে দায়িত্ব গ্রহণ করতে না পারে সে জন্য অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করা হয়। মামলায় বিবাদী করা হয়, নির্বাচন পরিচালনা কমিটি, আপিল বোর্ডের সদস্য ও নির্বাচিতদের।  শুনানী শেষে চাঁপাইনবাবগঞ্জ সদরের জ্যেষ্ঠ সহকারী জজ বেগম নাদিরা সুলতানা আগামী তিনদিনের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি, আপিল বোর্ড ও নির্বাচিতদের অভিযোগের জবাব দেয়ার আদেশ দেন।