• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য শস্য বিতরণ

  • May 12, 2020

Share With

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি, মহারাজপুর ও বারঘরিয়া ইউনিয়নে করোনা পরিস্থিতি মোকাবেলায় খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। সরকারের মানবিক কর্মসূচির আওতায় ৪৩৬ জন কর্মহীন হতদরিদ্রের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে এইসব খাদ্য শস্য বিতরণ করা হয়। মঙ্গলবার (১২ মে) প্রধান অতিথি হিসেবে এইসব খাদ্য শস্য বিতরণ করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. আব্দুল ওদুদ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মো. আবুল বাশার, জেলা পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদ (সংরক্ষিত) সদস্য সান্তনা হক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।