• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল

  • May 14, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি একে এম হাফিজ আক্তার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি মঈনুদ্দীন মন্ডল, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক,  চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদেরসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো.হেদায়েতুল্লাহ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান ও আলহাজ্ব মাওলানা আব্দুল বাশীর আলহাদী।