• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ জেলা মেডিকেল এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

  • May 11, 2019

Share With

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউনক্লাব) মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন জেলা মেডিকেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা.গোলাম রাব্বানী।

উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দীন মন্ডল, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, অব.সিভিল সার্জন ডা. মুক্তারা বেগম, জেলা মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. দুরুল হুদা, জেলা আ.লীগের সহ-সভাপতি রুহুল আমিন, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড.নজরুল ইসলাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড.মিজানুর রহমান, জেলা মেডিকেল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা.নাহিদ ইসলাম মুন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ জেলার বিভিন্ন চিকিৎসক, আইনজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুধীসমাজ।

দোয়া পরিচালনা করেন ডা.শফিকুল ইসলাম।